October 27, 2025

শিরোনাম
  • Home
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • দেশে প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার‑৪ এন্টারপ্রাইজ ক্লাউড চালু করল অ্যাক্সেন্টেক

দেশে প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার‑৪ এন্টারপ্রাইজ ক্লাউড চালু করল অ্যাক্সেন্টেক

Image

দেশের তথ্যপ্রযুক্তি খাতে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক গড়ল রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান অ্যাক্সেন্টেক পিএলসি। গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া ‘অ্যাক্সেন্টেক ক্লাউড’ দেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত ও পর্যায়‑৪ (Tier‑4) মান সম্পন্ন এন্টারপ্রাইজ ক্লাউড প্ল্যাটফর্ম, যা সর্বোচ্চ নিরাপত্তা, স্কেলাবিলিটি এবং উদ্ভাবনী সুবিধা নিশ্চিত করতে তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাক্সেন্টেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, “দেশীয় ক্লাউড গ্রহণে দীর্ঘদিনের বাধা ছিল ডেটার নিয়ন্ত্রণ ও বিদেশি মুদ্রা খরচ। সম্পূর্ণ স্থানীয়ভাবে পরিচালিত এই প্ল্যাটফর্ম সেই বাধা দূর করবে।”

Scroll to Top