বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ভ্রমণ সংস্থা বেঙ্গল এয়ারলিফট লিমিটেড, যেটি দেশে রুয়ান্ডএয়ারের (RwandAir) একমাত্র জিএসএ (General Sales Agent), রাজধানীর ইন্টারন্যাশনাল ক্লাবে আয়োজন করেছে এক বিশেষ প্রোডাক্ট ব্রিফিং সেশন।

এই অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং রুয়ান্ডএয়ারের সর্বশেষ পণ্য ও সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য জানেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল এয়ারলিফট গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিভিশনাল সিইও মি. বাহাউদ্দিন মিয়া, এয়ারলাইনস ডিভিশনের সিওও মি. শুমাইজ ইকবাল এবং জেনারেল ম্যানেজার মি. মুনির ইসলাম। তারা রুয়ান্ডএয়ারের বিভিন্ন আকর্ষণীয় পণ্য ও অফার সম্পর্কে বিশদ আলোচনা করেন।
বেঙ্গল এয়ারলিফট লিমিটেড জানায়, বাংলাদেশ থেকে রুয়ান্ডএয়ারের সেবা আরও সহজলভ্য করতে এবং যাত্রীদের নতুন নতুন গন্তব্যে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।











