August 2, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে বিডার উদ্যোগে এনবিআর ও বিনিয়োগ সংস্থাসমূহের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে বিডার উদ্যোগে এনবিআর ও বিনিয়োগ সংস্থাসমূহের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

Image

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে রোববার (২৭ জুলাই ২০২৫) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশগ্রহণ করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)-এর প্রতিনিধিরা।

সভায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য যেসব বিষয় গুরুত্ব পেয়েছে, তার মধ্যে রয়েছে:

  • কার্গো ম্যানিফেস্ট সংশোধন প্রক্রিয়ার সহজীকরণ
  • আমদানিকৃত কার্গো সরাসরি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও অফডক স্থাপনায় স্থানান্তরের ব্যবস্থা
  • কারখানা পর্যায়ে কাস্টমস খালাস সুবিধার সম্প্রসারণ
  • আংশিক বন্ডেড ওয়্যারহাউজিং সুবিধা চালুর প্রস্তাব
  • খাতভিত্তিক কাস্টমস ও বন্ড সুবিধার উন্নয়ন

বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসব প্রস্তাবনাগুলো সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিডা।

সভায় জানানো হয়, এই উদ্যোগকে টেকসই ও কার্যকর রাখতে প্রতি মাসে নিয়মিত সমন্বয় সভা অব্যাহত থাকবে। আগামী আগস্ট মাসে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

Scroll to Top