March 14, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • সাংবাদিকদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিল

সাংবাদিকদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিল

Image

গণমাধ্যমকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও বেগম সেলিমা রহমান। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সংগঠনের উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের পক্ষ থেকে দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।

সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Scroll to Top