২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) শুরু হলো ১১ জানুয়ারি, শনিবার। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে এই উৎসব আয়োজিত হচ্ছে। এবারের আসরে মোট ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে পাঁচটি ভেন্যুতে।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মিলনায়তনে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেন প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
উদ্বোধনী সংগীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ এবং চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান’।
১৯ জানুয়ারী পর্যন্ত চলবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯ তারিখ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।