মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ শামীম আহসান সোমবার (১০ মার্চ ২০২৫) মিশনে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নোভি তাজউদ্দিনের সাথে একটি বৈঠক করেছেন।

হাই কমিশনার উভয় দেশ এবং জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থীকে আতিথ্য দেওয়ার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের কথাও উল্লেখ করেন, যেখানে তারা শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠককালে, হাই কমিশন এবং ইএমজিএস টিম ইএমজিএস এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করে। তারা মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন, যেমন বৃত্তি, স্নাতক পাস এবং দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা, বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য। ইএমজিএস প্রধান শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণে তার কার্যালয়ের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। বৈঠকের পর উভয় পক্ষ স্মারক বিনিময় করেন।

ইএমজিএসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে মিসেস মোসাম্মৎ শাহানারা মনিকা, মন্ত্রী (রাজনৈতিক), জনাব মো. মুরশেদ আলম, কাউন্সেলর (কনস্যুলার) এবং মিসেস রেহানা পারভিন, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।