১৪ মার্চ শুক্রবার বিকেলে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ন আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল ও ক্লাব সদস্যদের মিলন মেলার অনুষ্ঠিত হয়।

এসময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান বোর্ড সদস্য, সাবেক প্রেসিডেন্টগণ, ক্লাবের সিনিয়র মেম্বার, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সাংবাদিক ও দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেল থেকে ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সল তাহের ও বর্তমান বোর্ড সদস্যবৃন্দগন যথাক্রমে হাসান ইবনে গিয়াস শাদী, সালমান মাহমুদ, ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, মোশারফ হোসেন, মো:গোলাম মাওলা, এবিএম মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ড. নান্নু মিয়া, ও মো: তৈমুর আজাদ অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় কানায় কানায় ভরে উঠে ক্লাব প্রাঙ্গণটি।

কথা প্রসঙ্গে উত্তরা ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব ফয়সল তাহের বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে এভাবেই ক্লাবের নানা কর্মসূচিগুলো আড়ম্বরভাবে পালন করে যেতে চাই।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।