বুধবার (১২ মার্চ ২০২৫) পাবনার সাঁথিয়ার মনমথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রাহিমাহুল্লাহ) এর কবর জিয়ারত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
কবর জিয়ারত ও দোয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর জনাব আবু তালেব মন্ডল, পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মেজো ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং পাবনা জেলা ও সাঁথিয়া-বেড়ার জামায়াতের নেতৃবৃন্দ।