পবিত্র মাহে রমজান ও ঈদকে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (৬ মার্চ, ২০২৫) গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, ডিআইজি (অপারেশন উত্তর) হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। সভার সভাপতি ছিলেন জনাব ড. আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, গাজীপুর।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ হুমায়ুন কবির খান।
সমন্বয় সভায় বক্তারা আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন। হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।