মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মঈনুল ইসলাম ২০২৫-২০২৬ মেয়াদের জন্য বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
মোঃ মামুনুর রশীদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, আর ইরফান উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (৩ মার্চ ২০২৫) নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন নবনির্বাচিত ১২ জন বোর্ড সদস্যের নাম ঘোষণা করেন। মঙ্গলবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের সদস্য মোর্শেদ আলম এবং ইমরান আহমেদও ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম সুমন এবং সহ-সভাপতি রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানি, রশিদ মাইমুনুল ইসলাম এবং মোঃ আসিফ ইকবাল মাহমুদ।
এছাড়াও, নির্বাচিত পরিচালকরা হলেন ফারিয়ান ইউসুফ, সিফাত ই আরমান, হামজা সাকিফ তাবানি এবং মোঃ আশরাফুজ্জামান।