March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদের সাথে সিলেট চেম্বারের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদের সাথে সিলেট চেম্বারের সৌজন্য সাক্ষাৎ

Image

ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা বুধবার (১২ মার্চ) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব ফয়েজ হাসান ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুপুর ১:০০ ঘটিকায় সিলেট চেম্বার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে ব্রিটিশ হাই কমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জনাব সাইয়াব আহমেদ এবং ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব জনাব মোঃ গোলাম আক্তার ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্যিক সহযোগিতা ও পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top