ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত Adelouahab Saidani বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (০৫ জানুয়ারি ২০২৫) বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ভাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের।ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগ এ সম্পর্ককে শক্তিশালী করেছে। মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে।আলজেরিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি।এসময় উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের গার্মেন্ট পণ্যসহ সকল পণ্যের বাজার রয়েছে।বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত।এ সময় আলজেরিয়ার ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়।সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে । এসময় রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।