April 28, 2025

শিরোনাম

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

Image

বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো মহাকাশ নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক-এর সেবা।

বুধবার (৯ এপ্রিল, ২০২৫) সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী আয়োজনে এই সেবার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা শুরু হয়। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন।

একই সঙ্গে, পুরো সম্মেলনই এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা প্রযুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Scroll to Top