March 15, 2025

শিরোনাম
  • Home
  • পরিবেশ
  • বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিয়ে UNIDO-DoE-নরওয়ে সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিয়ে UNIDO-DoE-নরওয়ে সম্মেলন অনুষ্ঠিত

Image

“নীতি থেকে বাস্তবায়ন – বাংলাদেশে প্লাস্টিক ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ” শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO), পরিবেশ অধিদপ্তর (DoE) এবং নরওয়ে সরকারের যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (MoEFCC) মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকন আরাল্ড গুলব্রান্ডসেন, এবং UNIDO-এর সার্কুলার অর্থনীতি ও সম্পদ দক্ষতা বিভাগের প্রধান জেরোম স্টাকি-সহ বিভিন্ন নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডাররা অংশ নেন।

আলোচনায় নীতিগত হস্তক্ষেপ, বর্জ্য ব্যবস্থাপনা কৌশল, টেকসই বিকল্প, ভোক্তা সচেতনতা এবং বায়োমেডিকেল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনে বাংলাদেশের প্লাস্টিক দূষণ মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

“বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ” প্রকল্পের আওতায় বিশেষজ্ঞরা শক্তিশালী নীতিমালা, বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বৃত্তাকার অর্থনীতি প্রতিষ্ঠা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ যে প্রতিশ্রুতিবদ্ধ, এই সম্মেলন তা পুনর্ব্যক্ত করেছে।

Scroll to Top