দেশের ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী নকশা এবং টেকসই উৎপাদন উদযাপনের পাশাপাশি বৈশ্বিক ফ্যাশন প্রবণতার সাথে তাল মিলিয়ে, ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫’ এর দ্বিতীয় সংস্করণ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যা ৭টায় আলোকি কনভেনশন হলে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্বরঙ-এর ফ্যাশন কিউ’র পরিকল্পনা ও আইডিয়ার দায়িত্বে ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী এবং বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা।

বিশ্বরঙ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিখ্যাত চিত্রকর্মের অনুপ্রেরণায় বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। এই শো-তে শো-স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা চিত্রশিল্পী ও স্থপতিরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, নাঈমা হক, শামীম সুবরানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম চঞ্চল, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা এবং সরকার নাহিদ নিয়াজী মান্না।

বিশ্বরঙ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-এর পক্ষ থেকে বিশ্বরঙ এবং এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর এই বিশেষ আয়োজন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নতুন মাত্রা দিয়েছে এবং বিশ্বরঙ-এর দীর্ঘ ৩০ বছরের ফ্যাশন যাত্রাকে উদযাপন করেছে।