March 15, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রশাসন ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর

প্রশাসন ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর

Image

রাষ্ট্রীয় অতিথি ভবন জামুনায় বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী ও তার দল এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও তার দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে তাদের কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি প্রশাসনিক ব্যবস্থার আধুনিকীকরণ, দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনে বিচার বিভাগের কার্যক্রম দ্রুততর, সহজলভ্য ও জনবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে।