রাজধানীর অন্যতম বিলাসবহুল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী রমজানের উৎসব— “রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার”। এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে জানানো হয় –
আগামী ১৩ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন মিশরীয় ঐতিহ্যবাহী খাবার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

এই আয়োজনে মধ্যপ্রাচ্যের খ্যাতিমান দুই শেফ— শেফ আল খালিফা ও শেফ রামাদান আহমেদ— অতিথিদের জন্য সরাসরি তৈরি করবেন নানা রকম সুস্বাদু খাবার। মেনুতে থাকছে—
কুশারি, মোলোখিয়া, গ্রিলড ল্যাম্ব, মাহশি, কুব্বা, কাওয়ারে, বামইয়া সহ বিভিন্ন মিশরীয় সুস্বাদু খাবার ও মিষ্টান্ন।
বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কার
এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা চমক—
ব্র্যাক ব্যাংকসহ ২০টি নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ অফার— ১টি বুফে ইফতার কিনলেই থাকছে ১টি, ২টি বা ৩টি ফ্রি বুফে ইফতার।
র্যাফেল ড্র— বুফে ইফতার ক্রয় করলেই থাকছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা সিঙ্গেল এয়ার টিকেট জেতার সুযোগ।
মূল্য— এই অভিজাত বুফে ইফতারের মূল্য মাত্র ৬,৯৫০ টাকা।
সীমিত আসনের কারণে আগেভাগে বুকিং করা আবশ্যক। বুকিং ও বিস্তারিত জানতে কল করুন— +৮৮০১৭১৩৩৮২৬০৯, +৮৮০১৭১৩০৩০৫২৮। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তথ্য জানা যাবে।