ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।
বৈঠকে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে উভয় পক্ষ বাণিজ্য, জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে উভয় দেশ বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন