রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে “১১১ বছর ভারতীয় সিনেমা” উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভারতের মুম্বাইয়ে মে ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম World Audio Visual and Entertainment Summit (WAVES)–এর সফট লঞ্চ, “ভারতীয় সিনেমার যাত্রা” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন, আলোচনাসভা এবং অস্কারজয়ী ভারতীয় প্রামাণ্যচিত্র The Elephant Whisperers-এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের ১ থেকে ৪ মে পর্যন্ত ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে WAVES সম্মেলনের প্রথম আসর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার শ্রীর প্রণয় ভার্মা বলেন, WAVES একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা সহযোগিতা, উদ্ভাবন এবং শিল্প উৎকর্ষতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সম্মেলনের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মিডিয়া এবং বিনোদন (M&E) শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্রিত করা। এর মধ্যে রয়েছে টিভি ও রেডিও, সংবাদমাধ্যম, সঙ্গীত, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, চলচ্চিত্র, OTT প্ল্যাটফর্ম এবং প্রদর্শকরা।
সম্মেলনে আয়োজন করা হবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, নীতিনির্ধারক এবং মন্ত্রিপর্যায়ের কর্মকর্তাদের আলোচনাসভা, M&E খাতের সিইওদের গোলটেবিল বৈঠক, WAVES পুরস্কার প্রদান অনুষ্ঠান, ২২টি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, মাস্টারক্লাস ও কর্মশালা, শাস্ত্রীয় ও ফিউশন সাংস্কৃতিক পরিবেশনা, মিডিয়া স্টার্টআপ প্রদর্শনী, বৈঠক ও সম্মেলন, ভারত প্যাভিলিয়ন এবং WAVES বাজার নামে একটি ই-মার্কেটপ্লেস।
অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণের ধারা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।