March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ঢাকা চেম্বারের ২৯-সদস্যের ব্যবসায়িক প্রতিনিধিদলের আমিরাত সফর

ঢাকা চেম্বারের ২৯-সদস্যের ব্যবসায়িক প্রতিনিধিদলের আমিরাত সফর

Image

সংযুক্ত আরব আমিরাতের (UAE) নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের লক্ষ্যে সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর ২৯ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল দেশটি সফর করেছেন। প্রতিনিধি দলটি DCCI সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে এই সফর সম্পন্ন করে।

সফরের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আবুধাবি চেম্বার প্রতিনিধি দলটিকে স্বাগত জানায়। পরবর্তীতে বাংলাদেশি ও আবুধাবির ব্যবসায়ীদের মধ্যে একটি কার্যকরী বিজনেস টু বিজনেস (B2B) বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে DCCI সভাপতি তাসকিন আহমেদ, আবুধাবি চেম্বারের দ্বিতীয় সহ-সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর শামিস আলী আল ধাহেরি, আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের ইনভেস্টর এনগেজমেন্ট প্রধান ওমর আল হোসানি, DCCI-এর সাবেক সভাপতি রিজওয়ান রহমান, সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালেম সুলেমানসহ ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top