ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ এর উদ্যোগে গুলিস্তান এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৫) দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান এর উপস্থিতিতে গুলিস্তান এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মতিঝিল ক্রাইম বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে পাঁচ জন হকারকে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদানের পাশাপাশি বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে মতিঝিল ট্রাফিক বিভাগ ও মতিঝিল ক্রাইম বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সূত্রঃ Dhaka Metropolitan Police – DMP এর পেজ থেকে।