March 14, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে একসঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে একসঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা

Image

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল-মতের ঊর্ধ্বে উঠে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেক রাজনৈতিক নেতা অংশ নেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, আশরাফ আলী আকন, হেফাজত নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও এবি পার্টির নতুন সভাপতি মজিবুর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন।

ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মোজাম্মেল হকসহ বিভিন্ন ছাত্রনেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাক্টিভিস্ট জাহেদুর রহমান, লেখক মূসা আল হাফিজ, ধর্মীয় আলোচক হাবিবুর রহমান মিসবাহ, গুম হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী।

Scroll to Top