বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানিয়েছেন, ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মিত ছাত্রদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্রত্ব রয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি করার উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।”
তিনি এই মন্তব্য করেন শনিবার (১৫ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে।