March 15, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

Image

সব প্রস্তুতি শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫, রাতে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে।

রোববার, জানুয়ারি ৫, ২০২৫, রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের দলের স্থায়ী কমিটির সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে তার বাসভবনে অবস্থান করেন।

পরে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য এসেছিলাম শুভেচ্ছা জানাতে।

মির্জা আলমগীর বলেন, আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি। আল্লাহর কাছে এই দোয়া করেছি, তাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে কাজ করার জন্য, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য।

Scroll to Top