রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। ২০২৪-২৫ মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
শনিবার অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে প্রেসিডেন্ট পদে এম এ কাদের ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার রশিদ ৩৮১ ভোট পান।
পরিচালক পদে নির্বাচিত সদস্যরা হলেন মেহেদী হাসান (৯৫৮), মাহবুবুল হক সুফিয়ান (৯৪৬), খন্দকার আহসানুজ্জামান (৮৭২), নাফিসা তারান্নুম (৮৬৫), ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন (৮৬০), মেহজাবীন ভূঁইয়া (৮৫৫), মো. আরাফাতুর রহমান আপেল (৮৩৯), ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান (৮২২), এবং যৌথভাবে নভেরা আয়েশা জামান ও মেহেদী মালেক সজীব (৭৮৪)।
উল্লেখযোগ্য যে, গুলশান ক্লাবটি ১৯৭৮ সালের ডিসেম্বরে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরে এটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে নিবন্ধিত হয়। ক্লাবটির সদস্যপদ সাধারণত গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।