নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।