নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন। গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে এ আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ একসঙ্গে ইফতার করার সুযোগ পাবেন।

রমজানের প্রথম দিনে মঞ্জুরুল করিম রনি নিজেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেন।
এই মহতী উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং অনেকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। মাসব্যাপী এই ইফতার আয়োজনের মাধ্যমে গাজীপুরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।