বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) কলাবাগান থানা বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি। কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহদি আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
কর্মশালার সভাপতিত্ব করেন বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।