March 14, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের কৌশলগত আলোচনা

ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের কৌশলগত আলোচনা

Image

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের মধ্যকার বিদ্যমান চ্যালেঞ্জগুলো স্বীকার করে সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি ভারতের সমর্থন প্রত্যাশা করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ববৈঠকের পর তাদের একাধিক বৈঠক এবং ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top