March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • এফবিসিসিআই’র বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আয়োজনে ইফতার মাহফিল

এফবিসিসিআই’র বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আয়োজনে ইফতার মাহফিল

Image

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FBCCI) বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ শনিবার (৮ মার্চ, ২০২৫) বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, FBCCI বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন, উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী, সসস্য সচিব মোঃ জাকির হোসেন সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা এফ এম খালিদ হোসেন। এছাড়া, বিভিন্ন জেলা ও বিভাগীয় চেম্বার থেকে FBCCI প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা ফেডারেশনের সংস্কারের জন্য একযোগভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং বৈষম্যমূলক নিয়ম ও ভোটার তালিকা সংস্কারের দাবি জানান। নেতারা অঙ্গীকার করেছেন যে ফেডারেশন সংস্কার ছাড়া কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না।

Scroll to Top