আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিদর্শন করেছে।
এই পরিদর্শনের লক্ষ্য ছিলো শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং পোশাক খাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর উপায়গুলো অনুসন্ধান করা।
বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএ এর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগন- মিরান আলী, আসিফ আশরাফ, রেজওয়ান সেলিম, আ ন ম সাইফুদ্দিন, শিহাবুদ্দোজা চৌধুরী এবং শামস মাহমুদ।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পাশাপাশি, বাংলাদেশে আরও টেকসই এবং এথিক্যাল পোশাক শিল্পের বিকাশে সহযোগিতার সুযোগগুলো তুলে ধরা হয়।
তারা বাংলাদেশে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রম আইন এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন।

বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশী পোশাকের জন্য বাণিজ্য অ্যাক্সেস বাড়ানো, দায়িত্বশীল ক্রয় চর্চার প্রচার এবং টেকসই উদ্যোগে বাংলাদেশের অসাধারণ অগ্রগতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর গুরুত্ব প্রদান করা হয়।
সভায় এএএফএ এবং এফএলএ প্রতিনিধিদল, বাংলাদেশের পোশাকখাতে শ্রমিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সম্ভাব্য সহযোগিতা এবং কর্মীদের কল্যাণ কিভাবে আরও বাড়ানো যায়, সেগুলো অনুসন্ধান করেন।
বৈঠক চলাকালে বিজিএমইএ নেতারা বৈশ্বিক ১,০০০টিরও বেশি বিখ্যাত ব্র্যান্ড, খুচরা বিক্রেতা এবং প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী সংস্থা, এএএফএ’কে এবং এফএলএ’কে দায়িত্বশীল ক্রয় চর্চার প্রচারে এগিয়ে আসার জন্য আহবান জানান এবং বলেন যে এটি ক্রেতা এবং সরবরাহকারী উভয়কেই উপকৃত করবে।
বিজিএমইএ অব্যাহত প্রবৃদ্ধি এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে মার্কিন বাজারে বাংলাদেশের বাণিজ্য স্বার্থের পক্ষে ওকালতি করে সমর্থন প্রদানের জন্যে এএএফএ’কে অনুরোধ করেছে।
প্রতিনিধিদল শ্রম অধিকারে বাংলাদেশের অগ্রগতি এবং সরকার কর্তৃক শ্রম সংস্কার কমিশন গঠন ও শ্রম আইন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিনিধিদলে ছিলেন ন্যাট হারম্যান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পলিসি, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন; শেলি হান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অফ স্টাফ, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন; ইসমাইল মুরাদ, ম্যানেজার-কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি| বাংলাদেশ ও জর্ডান, কলম্বিয়া স্পোর্টসওয়্যার কোম্পানি; কেট মিলার, সোশ্যাল ইমপ্যাক্ট ম্যানেজার, কেএমডি ব্র্যান্ডস লিমিটেড; তৈয়ব মুহাম্মদ, হেড অফ ফাইন্যান্স/এইচআর, বাংলাদেশ, পেরি এলিস ইন্টারন্যাশনাল; স্টেলা মন্ডল, সোশ্যাল কমপ্লায়েন্স অফিসার, বাংলাদেশ, পেরি এলিস ইন্টারন্যাশনাল; ভায়োলা ওয়ান, ডাইরেক্টর সোশ্যাল সাসটেইনেবিলিটি, পুমা; মোঃ মোস্তাফিজুর রহমান, ম্যানেজার সোশ্যাল সাসটেইনেবিলিটি, বাংলাদেশ, পুমা; মঈন চৌধুরী, ব্র্যাঞ্চ ম্যানেজার, অ্যাপারেল অ্যান্ড একিসসিরজ, বাংলাদেশ, পুমা; বুশরা বাতেন, ম্যানেজার, কর্পোরেট রেসপনসিবিলিটি, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, পিভিএইচ; জেসিকা নুরসু, রিজিওনাল ডাইরেক্টর, সাউথ এশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, ভিএফ কর্পোরেশন; টিফানি রজার্স, ডাইরেক্টর, ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন; ছাইমি আজমি, ফেয়ার কমপেনসেশন অ্যান্ড মেম্বার এনগেজমেন্ট ম্যানেজার, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন এবং হান্না লারসন, সোশ্যাল কমপ্লায়েন্স অ্যাসোসিয়েট, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন।