ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের অষ্টম বার্ষিক ইফতার মাহফিল বুধবার (১২ মার্চ, ২০২৫) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।
উক্ত আয়োজনে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি, মিডিয়া ব্যক্তিত্ব এবং ফাউন্ডেশনের স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এই মহতী আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফর্চুন ইনক, অল টাইম, ওয়ান্ডার, শুকরান, লিমেরেন্স ফটোগ্রাফস, স্যাভয়, ফিনিস, নেসলে, এ সি আই ফুডস লিমিটেড, ওরেন্ডা অ্যান্ড বিনস, বেঙ্গল এক্সপ্রেস, স্বদেশ প্রতিদিন, গ্যালিটোস, ক্রিয়েট প্রিন্টিং অ্যান্ড ডিজাইন হাব, দ্য অর্চার্ড ও দ্য নিউজ কমপ্রেস।