March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

Image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ, ২০২৮) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। তাদের এই স্বীকৃতি দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছেন আরো পাঁচজন অনন্য নারী। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শরীফা সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী হিসেবে মেরিনা বেসরা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে বিজয়ী নারী লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা) ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা লাভ করেছেন।

Scroll to Top