October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • FICCI ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের মধ্যে নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির জন্য চুক্তি স্বাক্ষরিত

FICCI ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের মধ্যে নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির জন্য চুক্তি স্বাক্ষরিত

Image

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) নেতৃত্ব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে মাইন্ড ম্যাপার বাংলাদেশ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় FICCI কার্যালয়ে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আলা উদ্দিন আহমদ এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কোচ এবং ISCEA এশিয়ার সিইও এজাজুর রহমান।

এই অংশীদারিত্বের মাধ্যমে মাইন্ড ম্যাপার বাংলাদেশ FICCI-র নলেজ পার্টনার হিসেবে কাজ করবে এবং বাজারে দক্ষতার ঘাটতি পূরণের জন্য কাস্টমাইজড, ভবিষ্যতমুখী প্রশিক্ষণ কর্মসূচি ডিজাইন ও বাস্তবায়ন করবে। এর ফলে বাংলাদেশের পেশাজীবীরা আজকের গতিশীল ব্যবসায়িক পরিবেশে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অন্তর্দৃষ্টি অর্জন করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে FICCI বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আলা উদ্দিন আহমদ বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা পেশাজীবী ও আগ্রহী নেতাদের জন্য সমৃদ্ধ ও উপযোগী প্রশিক্ষণ প্রদান করতে পারব। এর মাধ্যমে শুধু FICCI সদস্য প্রতিষ্ঠান নয়, বরং সমগ্র করপোরেট ও ব্যবসায়িক সম্প্রদায় বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং শিল্পনেতাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে। আমরা বৈশ্বিক সেরা অনুশীলনগুলো কাজে লাগিয়ে দেশের মানবসম্পদকে আরও শক্তিশালী করতে চাই।”

FICCI বোর্ড অব ডিরেক্টরসের আরেক সদস্য রুবাবা দৌলা বলেন, “FICCI লিডারশিপ একাডেমি বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে আমরা দক্ষতার ঘাটতি পূরণ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং পেশাজীবীদের দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক বিশ্বে এগিয়ে যেতে সক্ষম করব।”

অন্যদিকে মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কোচ এজাজুর রহমান বলেন, “এই অংশীদারিত্ব আমাদের জন্য নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। এটি শক্তিকে একত্রিত করে বাংলাদেশসহ বাইরেও পেশাজীবী ও প্রতিষ্ঠানগুলোর জন্য বাস্তব প্রভাব তৈরি করবে। আমরা একসঙ্গে এই যাত্রা শুরু করতে দারুণ উচ্ছ্বসিত।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে FICCI এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top