আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (AmCham)-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) ২০ জানুয়ারী, ২০২৫ তারিখে ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব এরিক এম. ওয়াকার, ভাইস প্রেসিডেন্ট – AmCham এবং প্রেসিডেন্ট – শেভরন বাংলাদেশ। AmCham-এর অন্যান্য ইসি সদস্যদের মধ্যে, জনাব আল-মামুন এম. রাশেল, কোষাধ্যক্ষ – AmCham; জনাব রাশেদ মুজিব নোমান; মিসেস রুবাবা দৌলা এবং জনাব মির্জা শাজিব রায়হান উপস্থিত ছিলেন।
অন্যান্য বিশিষ্ট AmCham সদস্যদের সাথে, জনাব চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, সচিব এবং নির্বাহী পরিচালক (অ্যাড ইন্টারিম) – AmCham বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।