August 3, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Image

রাঙ্গামাটি প্রতিনিধি:-

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙামাটির বার্গী লেকভ্যালি থেকে সুবলং ঝর্ণা, সুবলং বাজার হয়ে রাঙামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পিডবোটে চড়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ ও মতবিনিময় করেন। 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কাপ্তাই লেক। কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে তীরবর্তী জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত না হয়।”

এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমাদের কাপ্তাই লেকের অপার সম্ভাবনাময় কাজে লাগাতে হবে। এই লেক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।

এসময় সুপ্রদীপ চাকমা আরো জানান, সম্প্রীতির বন্ধনে পাহাড়ি-বাঙালি এক হয়ে আত্ম-মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সকল দরজা খুলে দিয়েছে। পাহাড়ি জনগণ কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, যা পরিবর্তন করতে হবে।আমরা আর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই।

Scroll to Top