কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মৌন মিছিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এই কর্মসূচি পালন করা হয়।

মৌন মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।

সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সাইজুদ্দিন আহম্মেদ মিছিলের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন।