October 26, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মিটফোর্ড হত্যাকাণ্ড ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

মিটফোর্ড হত্যাকাণ্ড ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) রামপুরা থানা বিএনপি, খিলখেত থানা বিএনপি ও বাড্ডা থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি সংশ্লিষ্ট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। এছাড়া বিক্ষোভ মিছিলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ প্রকাশ করেন।

Scroll to Top