ঢাকাস্থ রাশিয়ান হাউজে বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবের অংশ হিসেবে তিনটি পরিবারকে “হ্যাপি ফ্যামিলি” সম্মাননা সনদ প্রদান করা হয়, যাদের শক্তিশালী পারিবারিক বন্ধন ও ঐতিহ্যবাহী মূল্যবোধের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের পর, রাশিয়ার নিঝনি নোভগোরদ স্টেট লিংগুইস্টিক ইউনিভার্সিটির অধ্যাপক এন. এ. কালিনা এবং ই. এ. চেরনোসোভা রাশিয়ার শিক্ষা ব্যবস্থার উপর একটি উপস্থাপনা প্রদান করেন। এতে রাশিয়ার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী রাশিয়ান গান অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্তও উৎসবমুখর।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ত্রেতিয়াকভ গ্যালারির প্রতিষ্ঠার ১৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী। এ প্রদর্শনীতে গ্যালারির বিখ্যাত শিল্পকর্মের প্রতিলিপি প্রদর্শন করা হয়, যা অতিথিদের রুশচিত্র কলার অনন্য সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে “রাশিয়া: একটি অন্তর দৃষ্টি” সিরিজের অংশ হিসেবে আরটি ডকুমেন্টারির প্রামাণ্যচিত্র “কামচাটকা” প্রদর্শনের মাধ্যমে, যা দর্শকদের রাশিয়ার এক বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চলের সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ, প্রবাসী রুশ নাগরিক, স্থানীয় বাসিন্দা ও রাশিয়ান হাউজের অতিথিরা অংশগ্রহণ করেন। সকলে এই উৎসবে একটি উষ্ণ, পারিবারিক পরিবেশ উপভোগ করেন এবং অনুষ্ঠানের প্রশংসা করেন।











