October 27, 2025

শিরোনাম

“বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫” ঢাকায় ২৯-৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে

Image

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের যৌথ উদ্যোগে আগামী ২৯ ও ৩০ মে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, মিন্টো রোড, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম শিল্পপ্রদর্শনী “বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫”।

এই এক্সপোতে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করবে। প্যাভিলিয়ন ভিত্তিক এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও সেবাগুলো উপস্থাপন করবেন, যা স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতা, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান ২৯ মে, বৃহস্পতিবার সকাল ১১টা-তে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এছাড়া উপস্থিত থাকবেন FBCCI, বিভিন্ন ব্যবসায়িক চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি অতিথি, উদ্যোক্তা, শিল্পপতি এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ মে, ২০২৫) আয়োজিত প্রেস কনফারেন্সে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)-এর সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের জন্য একটি কৌশলগত ও সম্ভাবনাময় খাত। এটি শুধু ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবেই নয়, কৃষি, বিদ্যুৎ, টেক্সটাইল, নির্মাণ ও গৃহস্থালি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ হাজারের বেশি ছোট-বড় লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছেন তিন লক্ষাধিক মানুষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক মানুষের। এই খাত দেশের জিডিপিতে প্রায় ৩% অবদান রাখছে।

আয়োজকরা আশা করছেন, নীতিনির্ধারক, উদ্যোক্তা, ক্রেতা এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবারের এক্সপো হবে আরও প্রাণবন্ত, ফলপ্রসূ এবং দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Scroll to Top