October 28, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • পানি সংরক্ষণ ও জলবায়ু মোকাবেলায় যৌথ সহযোগিতা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত

পানি সংরক্ষণ ও জলবায়ু মোকাবেলায় যৌথ সহযোগিতা নিয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন রবিবার (১৮ মে, ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পানি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরিবেশবান্ধব উন্নয়নে চীনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশকে এ খাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

অন্যদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব নীতিমালা ও পানিসম্পদ ব্যবস্থাপনার অগ্রগতির কথা তুলে ধরেন।

Scroll to Top