October 26, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীরের সাথে ‘জুলাই’২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতের আমীরের সাথে ‘জুলাই’২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

শনিবার (১০ মে, ২০২৫) বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা এক ভাবগাম্ভীর্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চান। আমীরে জামায়াত শহীদ পরিবারের নানা সমস্যা অত্যন্ত ধৈর্য ও মনোযোগিতার সাথে শুনেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত¡না প্রদান করেন। তিনি তাদেরকে মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে তিনি তাদের সাথে মতবিনিময় করেন। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।

এ সময় আমীরে জামায়াতের সাথে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

মতবিনিময় সভায় ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন জনাব গোলাম রহমান (শহিদ নাফিস এর বাবা), জনাব আবুল হাসান (শহীদ শাহরিয়ার হাসান আলভি এর বাবা), জনাব মো: মহিউদ্দিন ( শহীদ ইয়ামিন এর বাবা), জনাব রবিউল আউয়াল ভূঁইয়া (শহীদ ইমাম হাসান তায়িম এর ভাই), জনাব শহিদুল ইসলাম ভূঁইয়া, (শহীদ ফারহান ফাইয়াজ এর বাবা), জনাব নাসির উদ্দিন (শহীদ আহনাফ এর আব্বা), জনাব মো: কবির হোসেন (শহীদ যাবির ইব্রাহীম এর বাবা), জনাব কামাল হাওলাদার (শহীদ সিফাত এর বাবা), জনাব সেলিম মাহমুদ (শহীদ সজল এর ভাই), জনাব রাহাত হোসাইন (শহীর রোহান এর ভাই), জনাব আব্দুল্লাহ আল রইস (শহীদ মিরাজ এর ভাই), জনাব হোসেন আলী হাসান (শহীদ আরাফাত এর ভাই), জনাব সোলাইমান (শহীদ মো: আতিকুর রহমান এর ভাই), জনাব মো: অনিক (শহীদ মো: স্বজন এর ভাই) প্রমুখ।

Scroll to Top