August 4, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Image

আজ বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ এর কবর জিয়ারত করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দ।

বাদ ফজর আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত শেষে আমীরে জামায়াত উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও লালবাগ, চকবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমীর-সেক্রেটারি দায়িত্বশীলবৃন্দ।

গণমাধ্যমে সাক্ষাৎকারে আমীরে জামায়াত বলেন, ২৪’র আন্দোলনের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। তিনি দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে আশা করেন।

দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আমীরে জামায়াত বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন আমীরে জামায়াত।

Scroll to Top