তরুণদের ক্যারিয়ার সচেতনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। শনিবার (৩ মে) বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, নবীন পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে ছিল বিশেষ উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

Excellence Bangladesh, JCI Dhaka Heritage, বিজ্ঞান ও গবেষণা ক্লাব বিটেক এবং ক্যারিয়ার ক্লাব বিটেক এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
- Asif Iqbal, Founder, Gaanchill Music & ASIX
- Dipesh Nag, Managing Director, Grameen Danone Foods Limited
- Suraiya Siddika, Director, Sales and Marketing, Grameen Danone Foods Limited
- Rashed Imam, Program Presenter, Bangladesh Betar (Barishal), News Personality
- Tajdin Hasan, Chief Business Officer, The Daily Star
- Engr. Md. Ariful Islam, Country Manager, AM-TEX (Suzhou Yinoxing Textile Co.)
- Aleya Akter, Director, Ethical Sourcing & CSR, SusNex Ltd.; Former CHRO, Desh Group
- Abdullah Hassan, CEO, Mediamix Communications
এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক কর্পোরেট ও মিডিয়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের কর্পোরেট নেতৃত্ব গড়ে তুলবে। শুধু ডিগ্রি নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং লক্ষ্য স্থির রেখে কাজ করার মানসিকতা।

তারা আরও বলেন, এমন আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার পরিসর বিস্তৃত করা এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় সুযোগ।

বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫-এ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আয়োজকদের সর্বোচ্চ ত্যাগ এবং Excellence Bangladesh-এর সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।