জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল, ২০২৫) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ছয়টি বৈঠকের মূল আলোচ্য বিষয় তুলে ধরেন। বৈঠকগুলো সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট।


ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো ইইউ প্রতিনিধিদের কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।”
এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত একটি সাক্ষাতের বিষয়ও উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, “এই সাক্ষাতে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও সৌজন্যমূলক সাক্ষাৎ।”











