October 27, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

Image

নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ভোর থেকেই সেখানে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ, আর সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার সূচনা হয়।

চারপাশ যেন রঙিন এক ক্যানভাসে রূপ নিয়েছিল। লাল, কমলা, হলুদ আর সবুজের বাহার ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষের অংশগ্রহণে মুখর ছিল চারুকলা এলাকা, টিএসসি, রমনা পার্ক ও শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলো।

শোভাযাত্রায় অংশ নেন চারুকলার শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও নানা বয়সী মানুষ। মুখোশ, বিশাল পাপেট, বাঁশের তৈরি পাখি, মাছ ও বাঘের শিল্পকর্ম—সব মিলিয়ে ফুটে ওঠে গ্রামীণ জীবনযাত্রা ও প্রকৃতিনির্ভর সংস্কৃতির এক অনবদ্য চিত্র।

অনেকে এসেছেন ঢাকার বাইরের জেলা থেকেও। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি, আর শিশুদের প্রাণবন্ত মুখ—সব মিলিয়ে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল আর উদ্দীপনাময়।

এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রাটি চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় ফিরে এসে শেষ হয়।

পুরো আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।

Scroll to Top