April 28, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিটিএমএ’র উদ্যোগে নিটার শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ইন্টার‍্যাক্টিভ সেশন অনুষ্ঠিত

বিটিএমএ’র উদ্যোগে নিটার শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ইন্টার‍্যাক্টিভ সেশন অনুষ্ঠিত

Image

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর আয়োজনে “Interactive Session with Teachers & Officers, NITER” শীর্ষক একটি বিশেষ সেশন বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল। তিনি নিটারকে একটি আধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি প্রযুক্তিগত শিক্ষা বিকাশ, গবেষণা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি অবকাঠামোগত উন্নয়ন, অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমসি’র চেয়ারম্যান ও নিটারের গভর্নিং বডির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের গভর্নিং বডির সদস্য ও বিটিএমএ’র পরিচালকবৃন্দ – জনাব মোঃ মনির হোসেন, জনাব মুহা. খোরশেদ আলম, জনাব আব্দুল্লাহ আল মামুন, জনাব হোসেন মেহমুদ এবং নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

অনুষ্ঠানে বিটিএমএ’র সম্মানিত সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন (অবঃ) এবং সংগঠনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সেশনে নিটারের নব নিযুক্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন। ইন্টার‌্যাকটিভ এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং একে আরো কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে মতবিনিময় করেন।

Scroll to Top