গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল, ২০২৫) কক্সবাজার শহরে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর ফিলিস্তিন’ শীর্ষক এক বিক্ষোভ মিছিল। এই কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীদের একটি অংশ শহরের বিভিন্ন স্থানে অবস্থিত অন্তত পাঁচটি নামী রেস্টুরেন্টে ভাঙচুর চালায়।
জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইসরায়েলি পণ্যের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কেএফসি, পিজ্জা হাট, কাঁচা লংকা, পানশি ও মেরিন ফুড রেস্টুরেন্টে হামলা চালানো হয়।
দুপুর ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেস্টুরেন্টগুলোর সামনে অবস্থান নেয় এবং সেখানে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পিজ্জা হাট কক্সবাজার শাখার ইনচার্জ পারভেজ মিয়া বলেন, “মূল লক্ষ্য ছিল কেএফসি। বিক্ষোভকারীরা সেখানে প্রথমে হামলা করে। তবে পিজ্জা হাট একই ভবনের ওপর তলায় অবস্থিত হওয়ায় অনেক নিক্ষিপ্ত বস্তু আমাদের দিকেও চলে আসে। এতে কিছু কাঁচ ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সাময়িকভাবে রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে।”
অন্যদিকে, কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, “আমাদের সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন থাকায় ভুলবশত আমাদেরও লক্ষ্যবস্তু বানানো হয়, যদিও আমরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছি।”











