August 5, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় আইসিবি ও টোটাল কমিউনিকেশনের ঋণ চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় আইসিবি ও টোটাল কমিউনিকেশনের ঋণ চুক্তি স্বাক্ষর

Image

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় বিনিয়োগ কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) স্পেশাল ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট ও টোটাল কমিউনিকেশন লিমিটেডের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির মহাব্যবস্থাপক জনাব মো. আনোয়ার শামীম, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের ডিজিএম বাবুল চন্দ্র দেবনাথ, আইনি বিষয়ক বিভাগের ডিজিএম তোয়াব আহমেদ খান চৌধুরী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের এজিএম মোহাম্মদ সাদেক আলী এবং ডকুমেন্টেশন বিভাগের এজিএম মোক্তার হোসেন।

টোটাল কমিউনিকেশন লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মাইনুল কাদের এবং পরিচালক কাজী আবু ফারাহ মোহাম্মদ জায়িফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Scroll to Top