August 5, 2025

শিরোনাম

হামদর্দের লিডারস কনফারেন্স অনুষ্ঠিত

Image

’’দরদি হৃদয় নিয়ে হামদর্দের স্বাস্থ্য সেবাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’’ ১৮ মার্চ ২০২৫ তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের লিডারস কনফারেন্সে এই আহ্বান জানান স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।

রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কনফারেন্স।

পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের হৃদয় জয় করার একমাত্র মাধ্যম হলো সেবা।

গত ৫৪ বছরে হামদর্দ নিরন্তরভাবে সেবা প্রদানের মাধ্যমে গণমানুষের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। এখন সেই আস্থা ধরে রেখে হামদর্দের গুণগতমানের পণ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

Scroll to Top